ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, রাজনীতি হবে মানুষের জন্য। ছাত্ররাজনীতি হবে জনগণের জন্য। কিন্তু ওই রাজনীতিকেই ব্যবহার করে স্বৈরাচার সরকার ছাত্র-জনতার উপর হত্যাকাণ্ড চালিয়েছে। সেজন্য তার বিচার বাংলার মাটিতেই করতে হবে। তিনি সোমবার সকালে নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌর মার্কেট প্রাঙ্গণে জামায়াত ইসলামীর পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। নোয়াখালী শহর জামায়াতের সেক্রেটারি মো: মায়াজের সঞ্চালনায় পথসভায় বিশেষ মেহমান হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন, নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার বিএসসি, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী সেক্রেটারি মো: কামাল হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য নোয়াখালী বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দীন হাসান, বেগমগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি ছাত্র নেতা আবু সাঈদ সুমন, নোয়াখালী সদর উপজেলার আমির মাওলানা হাফেজ মহিউদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক শহর সভাপতি মাওলানা মো: আবু তাহের, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুল্লাহ আল রাকিব, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জামায়াত নেতা ইঞ্জিনিয়ার জাকের হোসাইন, মো: দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ছাত্র শিবির নোয়াখালী শহর সেক্রেটারি ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান প্রমুখ।
নেতারা নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে ১০০০ ব্যক্তি ও পরিবারের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করেন।