NEWSTV24
আমান আযমী জামায়াতের প্রতিনিধিত্ব করেন না: সেক্রেটারি জেনারেল
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলে সমালোচিত হওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বক্তব্যের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার একটি বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।অতি সম্প্রতি আমান আযমীর বক্তব্য নিয়ে কিছু জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি জামায়াতের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আমান আযমী জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন, বিবৃতিতে বলেছেন মি. পরওয়ার।জামায়াতে ইসলামীর সঙ্গে মি. আযমীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন, তা তার একান্ত ব্যক্তিগত। সুতরাং তার তার বক্তব্যকে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই, বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।উল্লেখ্য যে, প্রায় আট বছর আয়নাঘরে বন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের দুই দিন পর বাড়ি ফিরেন মি. আযমী।বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গত তেসরা সেপ্টেম্বর অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মি. আযমী।বাংলাদেশের জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয়, সেই দাবিও করেছিলেন তিনি। ওই ঘটনার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হতে দেখা গেছে মি. আযমীকে।এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে তীব্র সমালোচনা করেন। ওই বক্তব্যের বিরুদ্ধে অনেকে কর্মসূচিও পালন করে। আবার কাউকে কাউকে তার ওই বক্তব্য সমর্থন করতেও দেখা গেছে।