NEWSTV24
এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়
সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন এমবাপ্পে। তবে এরপর আরো তিনটা ম্যাচ খেলেও পাননি জালের দেখা। তবে এবার ফুরিয়েছে অপেক্ষা। খরা কাটানোর ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। তার দলও পেয়েছেন জয়। জোড়া গোল করেই লা লিগায় গোলের দরজা খুললেন কিলিয়ান এমবাপ্পে। তার গোল দুটোফে ভর করে রোববার রাতে রিয়াল বেতিসকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যূতে লস ব্লাঙ্কোজদের জয় ২-০ গোলে।

নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে শুরুটাও দারুণ করেছিলেন এমবাপ্পে। অভিষেক ম্যাচে উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে গোলও পেয়েছিলেন। তবে লা লিগায় তার গোল না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল বেশ। তিন ম্যাচ খেলেও পাননি গোলের দেখা।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ১০ মিনিটে তিন দফায় তাদের রক্ষণে ভীতি ছড়ায় বেতিস। এই সময়ে তেমন কিছুই করতে পারেনি স্বাগতিকরা। প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ২০তম মিনিটে। তবে রদ্রিগোর কর্নারে মিলিতাওয়ের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক।

২৪তম মিনিটে দারুণ সুযোগ পান এমবাপ্পে। ফেদেরিকো ভালভের্দের পাস বক্সে পেয়ে কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি সাবেক পিএসজি ফরোয়ার্ড। ৪০তম মিনিটে আরো একটা সুযোগ মিস করেন এমবাপ্পে। ভিনিসিউস জুনিয়রের সাজানো বলে পা ছোঁয়াতে পারেননি তিনি।