NEWSTV24
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছে আ ফ ম বাহাউদ্দিন নাছিম
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ ০৩:৫৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই শুভ দিনে দেশে-বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। রোববার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচারণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন এবং বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও সমাজে সমতায় বিশ্বাসী। হাজার বছর ধরে এদেশের মানুষ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। সময়ে সময়ে এদেশে কিছু হায়েনার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ ও হানাহানি শুরু হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলে অকথ্য নির্যাতন। খুন, ধর্ষণ, লুটতরাজ- হেন কোনো অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ।  সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে আওয়ামী লীগ সভাপতি ও পাঁঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ যখন শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছিল তখন একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে উদ্ভূত পরিস্থিতি তৈরি করে, আবারও হিন্দু সম্প্রদায়ের ওপর চলে নিপীড়ন।