NEWSTV24
সাবজেক্ট ম্যাপিংয়ে তৈরি হবে এইচএসসির ফল
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ ১৫:১৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

স্থগিত করা পরীক্ষা বাতিলের পর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির প্রক্রিয়া শুরু করেছে ১১টি শিক্ষা বোর্ড। ১৩টি বিষয়ের মধ্যে ৬টির পরীক্ষা বাকি থাকায় কোন পদ্ধতিতে ফল দেওয়া হবে, তা নিয়ে গতকাল বুধবার সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বৈঠকে বসেছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে।সেখানে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ফল সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মাধ্যমিকের (এসএসসি) ফলের ভিত্তিতে বা সাবজেক্ট ম্যাপিং করে নির্ধারণ করা হবে। এ বিষয়ে প্রস্তাব তৈরি করে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললে ফল তৈরির কাজ শুরু হবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বসেছিলেন। সেখানে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল তৈরির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।তবে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্তে হতাশ ও ক্ষুব্ধ হয়েছে পরীক্ষার্থীদের একটি বড় অংশ। অনেক অভিভাবকও সরকারের এ সিদ্ধান্তে খুশি নন।

তারা ফের পরীক্ষা আয়োজনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, পরীক্ষা বাতিল করা সমস্যা সমাধানের ভালো বিকল্প নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহও বলেছেন, তারা পরীক্ষা বাতিলের পক্ষে নন।এ ছাড়া গতকাল রাজধানীর নটর ডেম কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। পরে তারা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়।পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে খুশি নন খোদ শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদও। তিনি গতকাল বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বলেন, এইচএসসির বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আরও বিচার-বিবেচনা করে নিতে চেয়েছিলাম। তারা সচিবালয়ে ঢুকে যা করেছে তা দুঃখজনক।