NEWSTV24
আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
বুধবার, ২১ আগস্ট ২০২৪ ১৫:৪৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বুধবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল ১১টায় প্রথম দিনের খেলা শুরু হবে।এই টেস্ট ম্যাচের প্রায় দুই দিন আগে পাকিস্তান একাদশ ঘোষণা করেছে। যেখানে একাদশে কোনো স্পিনার রাখেনি দলটি। চার পেসার নিয়ে মাঠে নামছে শান মাসুদের দল।বাংলাদেশ দলেও পেসারদের আধিপত্য দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডারকে নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। পেসবান্ধব উইকেট হলেও সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ভরসা রাখবে বাংলাদেশ। মূলত এই দুজনের ব্যাটিং সামর্থ্য বিবেচনায় থাকবে দলের।মাহমুদুল হাসান জয়ের বদলে একাদশে জায়গা পেতে পারেন সাদমান ইসলাম। ওপেনিংয়ে তার সঙ্গে থাকবেন জাকির হাসান। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাস থাকছেন মিডল অর্ডারে।তাসকিন আহমেদ ফিটনেসের কারণে প্রথম টেস্টে থাকবেন না। শরিফুল ইসলাম দেবেন পেস আক্রমণের নেতৃত্ব। তার সঙ্গে সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।