NEWSTV24
২৪ দিন পর ট্রেন চলাচল শুরু
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ ১৫:৫৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

২৪ দিন পর আজ মঙ্গলবার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলছে।এর আগেরদিন সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। আর আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। গতকাল বিকেল ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ নাহিদ হাসান জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আর আজ থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলছে। ১৫ আগস্ট থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই থেকে গত ৫ আগস্ট পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে।এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে।