NEWSTV24
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন
শনিবার, ১০ আগস্ট ২০২৪ ২৩:৩১ অপরাহ্ন

NEWSTV24

পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার দুপুরে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তার স্থানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে। আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দুপুর দেড়টার দিকে জানা যায়, প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।