NEWSTV24
পণ্য সরবরাহ স্বাভাবিক, দাম কমতির দিকে
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ ১৬:৫৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, নিত্যপণ্যের বাজারে সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে। দামও অনেক ক্ষেত্রে সাধ্যের মধ্যে আছে; অনেক ক্ষেত্রে কমতির দিকেও।গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে তদারকি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বাজারে তদারকির সময় বিভিন্ন খুচরা, পাইকারি ও আড়ত পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের দাম ও সরবরাহের বিষয়ে জানতে চেয়েছেন। ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, গত কয়েক দিনের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস পেয়েছে; পণ্যের মজুত স্বাভাবিক রয়েছে। আশা করা যায়, আগামী কয়েক দিনের মধ্যে পণ্যের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।পণ্যের দাম কমে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে ব্যবসায়ীদের হিডেন কস্ট সব কমে গেছে বলে জানতে পেরেছেন সফিকুজ্জামান। তিনি বলেন, এতদিন যে পরিস্থিতি ছিল বা যে সময়গুলো আমরা পার করে এসেছি, সেখান থেকে খরচ অনেক কমে গেছে। এভাবে যদি বাজারগুলোর পরিস্থিতি ধরে রাখতে পারি, তাহলে বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। কারণ, মানুষের এখন বড় উদ্বেগের বিষয় দ্রব্যমূল্য।ভোক্তার ডিজি বলেন, বাজারের হিডেন কস্ট সম্পর্কে আপনারাও জানেন যে, কোথায় এ ধরনের কস্ট ছিল। ব্যবসায়ীদের সেসব খরচ কমে গেলে বা দিতে বাধ্য না হলে পণ্যের সরবরাহ বা ভোক্তা পর্যায়ে পণ্য প্রাপ্তিতে সমস্যা হবে না। দামও স্থির রাখা সম্ভব হবে।তদারকি দলে আরও ছিলেন অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, সহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা।