NEWSTV24
পোশাক কারখানা খুলছে আজ
বুধবার, ০৭ আগস্ট ২০২৪ ১৫:৫২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চলমান অস্থিরতার মধ্যে অনির্দিষ্টকালের জন্য সকল পোশাক কারখানা বন্ধ রাখা হয়। তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খুলছে তৈরি পোশাক ও বস্ত্রকল কারখানা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।জানা যায়, তৈরি পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার বিকেলে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, মো. নাছির উদ্দিন, পরিচালক শোভন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি তপন চৌধুরী অংশ হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এল।