NEWSTV24
বাতিল করা হলো আ. লীগের শোক মিছিল
সোমবার, ০৫ আগস্ট ২০২৪ ১৬:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কারফিউর কারণে আওয়ামী লীগের সোমবারের পূর্বনির্ধারিত শোক মিছিল অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবারের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।রোববার রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।সোমবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিল হওয়ার কথা ছিল। ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে জমায়েত এবং সোমবার শোক মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ।এ ছাড়া রোববার দলের প্রেস বিজ্ঞপ্তিতে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।