NEWSTV24
আজ থেকে অফিস আগের সময়ে ৯-৫টা
বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৫:১৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

স্বাভাবিক সূচিতে ফিরছে সরকারি অফিস-আদালত। আজ বুধবার থেকে আগের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এদিকে, অফিস সূচির সঙ্গে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য গণমাধ্যমকে জানান।কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত তিন দিন অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। বাড়ে কারফিউ শিথিলের সময়ও।