NEWSTV24
কারফিউ প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট বার সভাপতির
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ১৫:২৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের চলমান কারফিউ প্রত্যাহার, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করার দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বার অডিটরিয়ামে আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।মাহবুব উদ্দিন খোকন বলেন, তদন্ত শুরু করার আগেই পাইকারি হারে বিরোধী নেতাকর্মীদের সরকার গ্রেপ্তার শুরু করেছে। তদন্ত ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিরোধী রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন। এটা আইনের শাসনের পরিপন্থি। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।সংবাদ সংম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমসহ সব আইনজীবীর মুক্তি দাবি করা হয়। সুপ্রিমকোর্ট বার সভাপতি বলেন, ভিডিও ফুটেজে স্পষ্টভাবেই দেখা গেছে, পুলিশ খুব কাছ থেকে নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে; কিন্তু পুলিশ বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় যে মামলা করেছে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীসহ বিরোধী নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে।সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফজলে ইলাহী অভি ও ফাতেমা আক্তার উপস্থিত ছিলেন।