NEWSTV24
বর্ণবাদী স্লোগানের জন্য ৭টি দেশর শাস্তি
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ২২:৫৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সমর্থকদের বর্ণবাদী স্লোগানের জন্য সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) অংশ নেওয়া ২৪টি দেশের মধ্যে ৭টি দেশকে জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

শাস্তির মুখোমুখি হওয়া দেশগুলো হলো সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া। ঠিক কোন স্লোগান বা কোন ঘটনার কারণে জরিমানা করা হয়েছে, সেটি উয়েফা স্পষ্ট করেনি।

সবচেয়ে বড় শাস্তির মুখে পড়েছে ক্রোয়েশিয়া। দেশটিকে ৫০ হাজার ইউরো জরিমানার পাশাপাশি তাদের ফেডারেশনকে পরবর্তী উয়েফা অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধজ্ঞা দেওয়া হয়েছে। অস্ট্রিয়াকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। অস্ট্রিয়ান ফুটবল ফেডারেশনকে দুই বছরের জন্য উয়েফার অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধজ্ঞা দেওয়া হয়েছে। আলবেনিয়া, স্লোভেনিয়া ও হাঙ্গেরিকেও আর্থিক জরিমানার সঙ্গে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।