NEWSTV24
আজকের বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১৫:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দু-একটি বিভাগে ঝড়োয়া হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, সকাল ৬টার পর থেকে বেলা ১১টার মধ্যে কয়েকটি বিভাগ ও জেলার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।তবে ঢাকা ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।