NEWSTV24
কোটা নিয়ে দুই আবেদনের শুনানি সকাল সাড়ে ১১টায়
বুধবার, ১০ জুলাই ২০২৪ ১৭:৩৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে দুই আবেদনের শুনানি একসঙ্গে সকাল সাড়ে ১১টায় হবে।অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর করা আবেদনটি ক্রম অনুসারে উঠলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, রাষ্ট্রপক্ষের একটি আবেদন আছে। দুই শিক্ষার্থীও আবেদন করেছেন। একসঙ্গে বেলা সাড়ে ১১টায় শুনানির আরজি জানান তিনি।দুই শিক্ষার্থী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানিতে ছিলেন।