NEWSTV24
হজ পালন শেষে দেশে ফিরলেন সাড়ে ১৯ হাজার হজযাত্রী
বুধবার, ২৬ জুন ২০২৪ ১৫:৩০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ জন হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।হেল্প ডেস্কের তথ্যমতে, হজ পালন শেষে গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৫১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ১৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।হজ পালন করতে গিয়ে নাসরিন বানু (৬৪) নামে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী।