NEWSTV24
মোদির পক্ষে পরবর্তী সরকার গঠন করা খুব কঠিন হবে : মল্লিকার্জুন খাড়গে
শনিবার, ১১ মে ২০২৪ ২৩:৫৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিহারের সিপিআই (এমএল) এল-এর প্রধান মিত্র দীপঙ্কর ভট্টাচার্য এবং আরজেডির মনোজ কুমার ঝা-এর সঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে খাড়গে বলেন, ‘আমি অন্ধ্রপ্রদেশে সমাবেশে ভাষণ দেওয়ার সময় পার্শ্ববর্তী তেলঙ্গানায় ছিলেন মোদি। তার ভাষণে আগের মতো অহংকারভাব ছিল না।’ 

কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘লোকসভা নির্বাচনের তিন ধাপ পার হয়েছে। এই মুহূর্তে আমি নিশ্চিত বলতে পারি, মোদির পক্ষে আবার প্রধানমন্ত্রী হওয়া অত্যন্ত কঠিন হতে চলেছে। কারণ তিনি তার ভাষণে ১০ বছরের শাসনের অর্জন বলার বদলে হিন্দু-মুসলিম বিভাজন তৈরির চেষ্টা করছেন।’ তিনি মহারাষ্ট্রে বিজেপির সাবেক মিত্র উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারকে দলে টানার চেষ্টা করায় মোদির নিন্দাও করেছেন খাড়গে।