NEWSTV24
Humza Yousaf স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা হামজা ইউসুফ পদত্যাগ করেছেন
বুধবার, ০১ মে ২০২৪ ০০:২৭ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিরোধী দলগুলো ইউসুফের বিরুদ্ধে দুটি অনাস্থা ভোট আনে। অনাস্থা ভোটে ইউসুফ হেরে যেতে পারেন বলে ধারণা করা হয়েছিল। ইউসুফ তার ঘোষণায় বলেন, ‘আমি আমার মূল্যবোধ ও নীতি নিয়ে ব্যবসা করতে বা ক্ষমতায় থাকার জন্য যার তার সঙ্গে জোট করতে ইচ্ছুক নই।’ একটি তহবিল কেলেঙ্কারি এবং গত বছর দলীয় নেতা হিসেবে নিকোলা স্টারজনের পদত্যাগের পর স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে থাকা দল এসএনপির দুর্দিন শুরু হয়। ভোটারদের প্ররোচিত করার জন্য দলটির নীতি কতটা প্রগতিশীল হওয়া উচিত তা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়েছে৷

চলতি মাসের শুরুতে ইউসুফ বলেছিলেন, অনাস্থা ভোটে জেতার বিষয়ে তিনি ‘বেশ আত্মবিশ্বাসী’। তবে সোমবারের মধ্যে তার সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করতে অন্যান্য দলের সঙ্গে আলোচনার প্রস্তাব অনিশ্চিত ছিল। একটি প্রধান রাজনৈতিক দলের মুসলিম প্রধান ও স্কটল্যান্ডের সর্বকনিষ্ঠ নির্বাচিত নেতা ইউসুফ বলেছেন, তিনি গত সপ্তাহে স্কটিশ গ্রিনসের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি শেষ করার পর তিনি অবহেলা নিয়ে পরে থাকেননি।