NEWSTV24
সৌদিতে টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস, সতর্কতা জারি
রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৭:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মরুর দেশ সৌদি আরবে ৪ দিন ভারী বৃষ্টিপাতের শঙ্কা তৈরি হয়েছে।সৌদির আবহাওয়া বিভাগ সতর্কতা জারির পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে।, স্থানীয় সময় শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন বৃষ্টিপাতের এ শঙ্কা রয়েছে।জানা যায়, এ চারদিন সৌদির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।পবিত্র নগরী মক্কা এবং এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে বৈরী থাকতে পারে। অন্যদিকে রিয়াদ, সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হবে।দেশটির আবহাওয়া দপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলেছে, উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে।এই ৪ দিন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।