NEWSTV24
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪ ১৫:১৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সব আয়োজন এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদ জামাতে অংশ নেন।ঈদের প্রধান এ জামাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন।তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদের দিন রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠ ও বায়তুল মোকাররম ছাড়াও বিভিন্ন মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবেন।