NEWSTV24
নতুন বিতর্কে জড়িয়েছেন উর্বশী রাউতেলা
বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ ১৯:০৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা একটি বিজ্ঞাপনকে  ঘিরে জড়িয়েছেন নতুন বিতর্কে। যেখানে তিনি ভারতীয় ক্রিকেটার ও তার সাবেক প্রেমিক ঋষভ পন্থের উচ্চতা নিয়ে পরোক্ষভাবে ব্যঙ্গ করেছে। আর তাই তার ওপর ক্ষিপ্ত হয়ে যান ক্রিকেট অনুরাগীরা। মূলত পাত্র চাই বলে একটি বিজ্ঞাপন করেছিলেন নায়িকা। সেই বিজ্ঞাপনে তিনি বলেন, কিছুতেই মনের মতো পাত্র পাচ্ছেন না। ব্যবসায়ী, অভিনেতা থেকে ক্রিকেটার, সবাইকে দেখে নিয়েছেন। কেউ কেউ আবার তার থেকে উচ্চতায় খাটোও। এই বিজ্ঞাপনের পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই মনে করেন, অভিনেত্রীর এই বক্তব্যের মাধ্যমে ঋষভ পন্থকে অপমান করা হয়েছে। আবার কেউ কেউ বলেন, ঋষভ পন্থের উচ্চতা যাই হোক না কেন উর্বশী থেকে তো বেশি। পরিস্থিতি সামলাতে সোশাল মিডিয়ারই সাহায্য নেন উর্বশী। সোমবার  তিনি তার ইনস্ট্রাগ্রাম স্টোরিতে লিখেন,এটা ব্র্যান্ডের তরফ থেকে দেয়া এক মৌলিক চিত্রনাট্য এবং তাদেরই বক্তব্য। কাউকে উদ্দেশ্য করে তৈরি করা হয়নি।  হ্যাশট্যাগ দিয়ে পজিটিভিটি ছডিয়ে তিনি আরও লিখেন, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমি এটাও জানি যে আমার কথার কী প্রভাব পড়তে পারে, বিশেষ করে কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে।Urvashi Rautela In Revealing And Ravishing Looks