NEWSTV24
ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, দূষণে শীর্ষে লাহোর
রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৬:১৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। আজ রবিাবর সকাল ৯টায় ১৬০ স্কোর নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ২৫৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।আজ সকাল ৯টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এই তথ্য জানা গেছে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২৪০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি; ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর; ১৭১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু। ১৭০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের আরেক শহর করাচি।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ঝুঁকিপূর্ণবলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।