যুক্তরাষ্ট্রের কেন্টাকি, ইন্ডিয়ানা, এবং ওহায়ো অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে তীব্র ঝড়। এতে নিহত হয়েছেন অন্তত তিনজন। ইন্ডিয়ানার উইনচেস্টারে একটি মোবাইল হোম পার্কে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ২২টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।এদিকে ওহায়োতে ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে গেছে, গাছ উপড়ে এসেছে, লন্ডভন্ড হয়ে গেছে বৈদ্যুতিক তারের খুঁটি। এই অঙ্গরাজ্যের পাঁচ হাজার ঘরবাড়িতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।কেন্টাকিতে টর্নেডোর পর ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।বর্তমানে টর্নেডোর আশঙ্কায় রয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অন্তত ১৩ মিলিয়ন মানুষ। এ দেশে টর্নেডো অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে এপ্রিল বা মে মাসে টর্নেডো বেশি দেখা যায়।