NEWSTV24
Tasrif Khan বই বিক্রির অর্থে মসজিদ নির্মাণে পাশে দাঁড়ান তাশরিফ খান
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৪:২৯ অপরাহ্ন

NEWSTV24

এবার সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণে বই বিক্রির অর্থ দিয়ে পাশে দাঁড়ান সঙ্গীতশিল্পী তাশরিফ খান। এতে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাশরিফকে। এইমধ্যে এক ভিডিও বার্তা পোস্ট করে এই গায়ক লিখেছেন, আল্লাহর ঘর নির্মাণে সামান্য অবদান আমারও থাকুক। এখানে গানের কোনও টাকা জমা হবে না, আমার বই বিক্রির উপার্জন থেকে জমানো অর্থ দিয়ে অংশগ্রহণ করছি। নেটিজেনরা বলছেন তাশরিফ খান বিশ্বাস করেন গানের টাকা দেওয়া যাবে না, সেটা হারাম। তাই তিনি বইয়ের টাকা দিয়েছেন। আরেকজন বলছেন, তিনি হারাম জেনেও গান গেয়ে টাকা ইনকাম করে যাচ্ছেন।

এসব নিয়ে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক চলছে। যদিও এক শ্রেণীর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তাশরিফকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে সংগীত সংশ্লিষ্টরা তাশরিফের এই বিষয়টি নিয়ে তাকে ‍‍`ভণ্ড‍‍` আখ্যা দিচ্ছেন।