NEWSTV24
Nazmun Munira Nancy কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির পুরস্কার চুরি
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৪:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলায় বাসার দুই গৃহকর্মীসহ  তিন জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন পুলিশ। চার্জশিট ভুক্ত আসামিরা হলেন-তাহমিনা, রিপা ও শাকিল (তাহমিনার স্বামী)। গত ২২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।চার্জশিটে ন্যান্সির বাসার গৃহপরিচারিকা তাহমিনা, রিপা ও শাকিলকে (তাহমিনার স্বামী) আসামি করা হয়েছে।আজ রোববার আদালত চার্জশিটটি গ্রহণ করে রিপার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।মামলার অপর দুই আসামি তাহমিনা ও তার স্বামী শাকিল জামিনে রয়েছেন।

এর আগে ২০২৩ সালের ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুটি সোনার চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার বাজারমূল্য তিন লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন তাহমিনা ও রিপা। তাহমিনাকে বাসা থেকে নিতে আসতেন শাকিল (তাহমিনার স্বামী)। গত ৫ এপ্রিল তারা বাসার কাউকে না জানিয়ে চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান।