NEWSTV24
Rakhi Sawant আদিল খান শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছে
রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৩:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সোশ্যাল মিডিয়ায় রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানি ফলাও করে জানিয়ে দিলেন তিনি ফের বিয়ে করেছেন। এমনকি, নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথাও জানিয়েছেন আদিল। আর তা দেখেই এবার গর্জে উঠলেন রাখি সাওয়ান্ত। তিনিও পোস্ট করলেন তার মনের কথা। রাখির কথায়, আদিল তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন!
গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি, খবর রয়েছে আদিলের সঙ্গে নাকি রাখির বিবাহ বিচ্ছেদও হয়নি।
সোশ্যাল মিডিয়ায় রাখি বলেন, আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষন্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি। মার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু আমি হেরে যাইনি।