NEWSTV24
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেটে
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৭:০৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত এমন বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। তবে পরশু শনিবার রাতে আবার বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বৃষ্টির পর রাতের তাপমাত্রা খানিকটা কমতে পারে।চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ শুক্রবার। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের অনেক জায়গায় আকাশ ছিল মেঘে ঢাকা। মাঝেমধ্যে দেখা দিয়েছে রোদ। কিন্তু বিকেল চারটার দিকে চারদিক কালো করে মেঘ জমে আকাশে। শুরু হয় বৃষ্টি।এদিকে আগামীকাল শনিবারও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।