NEWSTV24
চার বিমানযাত্রীর কাছে লুকানো ছিল ২ কেজি স্বর্ণ
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬:১৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।গতকাল বুধবার রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) ও খোরশেদ আলম (৪২)।মোহাম্মদ জিয়াউল হক জানান, ২১ ফেব্রুয়ারি ভোরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের নজরদারিতে রাখা হয়। এনএসআই- এপিবিএন- কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রিন চ্যানেল এবং এর বাইরে অপেক্ষায় ছিল। ফ্লাইটের যাত্রীরা বের হওয়ার সময় ৪ জন যাত্রীকে থামানো হয়। থামানো যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় তাদের অধিকতর তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। তল্লালির এক পর্যায়ে প্রত্যেকের জামায় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়।তিনি জানান, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন এবং প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়। আটক যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।