NEWSTV24
সরকার গঠনের পথে নওয়াজ-বিলাওয়াল
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৫:৫৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পাকিস্তানের সরকার গঠন নিয়ে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলা হয়, , লাহোরে অবস্থিত বিলাওয়াল ভুট্টোর বাড়িতে দুই দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং নওয়াজ শরিফের ছোট ভাই ও সাবেক প্রধানমন্ত্রী পিএমএল-এনের মুহাম্মদ শেহবাজ শরিফসহ গুরুত্বপূর্ণ আরও কয়েকজন।বৈঠকের পর এক ঘোষণায় বলা হয়েছে, পিএমএল-এন এবং পিপিপির মধ্যে রাজনৈতিক সহযোগিতার নীতিতে একটি ঐকমত্য হয়েছে।আজ সোমবার সরকার গঠনের ঘোষণা দেওয়া হতে পারে।এদিকে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেছেন, কারও সঙ্গে যোগ দিচ্ছে না ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা।

তবে সরকার গঠন করতে না পারলে তারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন গহর আলি খান।দেশটির গণমাধ্যম ডনের সঙ্গে আলাপকালে গহর বলেন, আমরা পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাদের সঙ্গে জোট করে আমরা সরকার গঠন করব না। তাদের সঙ্গে জোট গড়ার চেয়ে এককভাবে বিরোধী দলের ভূমিকা পালন করাই ভালো।গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে নওয়াজের দল ৭৫টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিলাওয়াল ভুট্টোর পিপিপি জয়ী হয়েছে ৫৪ আসনে। তবে ১০১ আসন নিশ্চিত করে এই নির্বাচনে সবচেয়ে এগিয়ে ছিল কারাবন্দী ইমরান খান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।