যখন তারা এ কালাম শোনে, যা রাসূলের ওপর নাজিল হয়েছে, তোমরা দেখতে পাও, সত্যকে চিনতে পারার কারণে তাদের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। তারা বলে ওঠে, ‘হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদের নাম লিখে নাও।’ আর তারা আরো বলে, ‘আমরা আল্লাহর ওপর ঈমান কেন আনব না এবং যে সত্য আমাদের কাছে এসেছে তাকে কেন মেনে নেবো না- যখন আমরা এ ইচ্ছা পোষণ করে থাকি যে, আমাদের রব যেন আমাদের সৎ ও সত্যনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত করেন।’
-সূরা আল-মায়িদাহ, আয়াত : ৮৪-৮৫