NEWSTV24
ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ পাঁচ জন বহিষ্কার, প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ
বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ ০৩:৪৭ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বহিষ্কার হওয়াদের ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। এছাড়া হল প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতির রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী গাজী মো. মহসীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন

আইনজীবী শাহ মঞ্জুরুল হক। বহিষ্কৃত পাঁচজন হলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের একই সেশনের ইসরাত জাহান মীম, একই সেশনের ফাইন আর্টস বিভাগের হালিমা আক্তার উর্মী।

এর আগে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও আবাসিকতা বাতিল করে হল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ইবির  শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পায় হল কর্তৃক গঠিত তদন্ত কমিটি।