NEWSTV24
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামলো ৬.৯ ডিগ্রিতে
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৬:৪০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি কুয়াশা বৃষ্টি ঝরছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন।মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।জানা গেছে, সকালে ঘন কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের তীব্রতা রয়েছে। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (৯ জানুয়ারি) ৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।জেলার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা ৯.৬, ৯.৫, ৯.৪, ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। আজ মঙ্গলবার ৬ দশমিক ৯ ডিগ্রিতে পৌঁছেছে।