NEWSTV24
শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ১৬:১৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে এই জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।গত কয়েকদিন ধরেই দিনাজপুরের তাপমাত্রা নিচে নেমে যাচ্ছিল। শনিবার এ জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবারের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।তাপমাত্রা কমার পাশাপাশি এই জেলায় দেখা দিয়েছে শীতের প্রকোপ। রাস্তাঘাটে মানুষজন গরম কাপড় পড়ে চলাচল করছে। আগের দিন সন্ধ্যা থেকেই পরের দিন সকাল পর্যন্ত চলাচল একেবারেই কম। সেই সঙ্গে এই সময়টাতে ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ছে চারপাশ। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। মেঘের ভিতর লুকোচুরি খেলছে সূর্য।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, কয়েকদিন শৈত্যপ্রবাহ বিরাজ করবে এই অঞ্চলে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে।