NEWSTV24
এ যেন ইনজুরির বিশ্বকাপ!
সোমবার, ২১ নভেম্বর ২০২২ ১৬:১৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

উৎসবের শহর কাতারের আল খোর। বিশ্বের শত শত কোটি ফুটবলপ্রেমীর চোখ এ শহরে। সত্যি বলতে, এ শহরের আল বাইত স্টেডিয়ামে। এই একটা বিন্দু সারা বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গতকাল। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে।বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই ছোট্ট দেশটি। অথচ, পুরো আয়োজনটাই রঙহীন হয়ে যাচ্ছে একের পর এক ফুটবলারের ইনজুরিতে।ইনজুরির কারণে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। শঙ্কা রয়েছে অনেককে নিয়ে। আবার বিশ্বকাপের মধ্যেই ইনজুরি আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে সবচেয়ে বেশি। সব মিলিয়ে এবারের কাতার বিশ্বকাপকে এরই মধ্যে ইনজুরির বিশ্বকাপ নামে আখ্যায়িত করা হয়েছে।

ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন ফ্রান্সের ব্যালন ডি অর জয়ী তারকা করিম বেনজেমা। বেনজেমাই শুধু নয়, সর্বশেষ ইনজুরির কারণে গতকাল সন্ধ্যায়ই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার মার্টিন বয়েল।ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন, এমন কয়েকজন ফুটবলার হলেন-

পল পগবা (ফ্রান্স), এনগোলা কন্তে (ফ্রান্স), টিমো ওয়ার্নার (জার্মানি), রিস জেমস (ইংল্যান্ড), দিয়েগো জোতা (পর্তুগাল), পেদ্রো নেতো (পর্তুগাল), বুবাকার কামারা (ফ্রান্স), আর্থার মেলো (ব্রাজিল), প্রেন্সেল কিমপেম্বে (ফ্রান্স), সাদিও মানে (সেনেগাল), ক্রিস্টোফার এনকোকু (ফ্রান্স), হোসে গায়া (স্পেন), নিকোলাস গঞ্জালেজ (আর্জেন্টিনা), জোয়াকিন কোরেয়া (আর্জেন্টিনা)