NEWSTV24
সাগরে আবারও লঘুচাপের শঙ্কা
রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ১৫:৪৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে।আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গতকাল বাংলাদেশের অর্ধেক অঞ্চল থেকে ঘূর্ণিঝড়ের মৌসুমি বায়ু বিদায় নিয়েছে।

দু-এক দিনের মধ্যে বাকি অর্ধেক অঞ্চল থেকে বিদায় নেবে। এরপর আর লঘুচাপের আশঙ্কা থাকছে না। তবে বর্তমানে যে লঘুচাপের আশঙ্কা করা হচ্ছে, সাগরে সেই লঘুচাপ সৃষ্টির পর ঘনীভূত হয়ে প্রভাব বিস্তারে আরো কিছুদিন সময় লাগবে। ফলে সম্প্রতি খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।অধিদপ্তর বলছে, গতকাল চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বেশির ভাগ জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া প্রধানত শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে।