NEWSTV24
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গৃহশিক্ষক রনি
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুরে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণ ও খুনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম ওরফে রনি (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।শনিবার আদালতে রনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।তিন দিনের রিমান্ডে থাকা রনি আদালতে এই জবানবন্দি দেন।গত বৃহস্পতিবার কোনো এক সময়ে জেলা শহর মাইজদীর লক্ষীনারায়ণপুর মহল্লার নিজ বাড়িতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অদিতাকে ধর্ষণের পর গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে ওই ছাত্রীর সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি, ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) ও ইমাম হোসেনকে (৩৯) গ্রেপ্তার করে।এদিকে শনিবার দুপুরে অদিতা হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থী হত্যার এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর শিক্ষাঙ্গন ও রাজপথ।