NEWSTV24
রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় বাড়ল ২ মাস
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ ১৬:৪২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে নতুন রাজনৈতিক দলের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নিবন্ধন পেতে আগ্রহী দলগুলো আরও দুই মাস সময় পাচ্ছে।এর আগে তিন মাস সময় দিয়ে গত ২৬ মে আবেদনের বিজ্ঞপ্তি দিয়েছিল ইসি। সেই অনুযায়ী ২৯ আগস্ট ছিল আবেদনের শেষ সময়।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী দেখা করে সময় বাড়ানোর অনুরোধ জানান। তাঁর অনুরোধে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান আবেদনের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

জানা গেছে, ইসির বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে এখন পর্যন্ত ১০টির মতো দল আবেদনপত্র তুলেছে। এদের মধ্যে আবেদনপত্র জমা দিয়েছে দুটি দল। এদের একটি হলো বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি এবং অন্যটির নাম বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।সর্বশেষ দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। সময় দেওয়া হয়েছিল ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধন পেতে আবেদন করেছিল ৭৬টি রাজনৈতিক দল। কে এম নূরুল হুদা কমিশন কাউকেই নিবন্ধন দেয়নি। তবে তাদের মধ্যে আদালতের আদেশে নিবন্ধন পায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস।