NEWSTV24
লেবাননে ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে হত্যা
মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ ১৬:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ফিলিস্তিনের একজন নিরাপত্তা কর্মকর্তা লেবাননে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফিলিস্তিনি এই নিরাপত্তা কর্মকর্তার নাম আলাদিন। দক্ষিণ লেবাননের একটি শরণার্থী ক্যাম্পে সোমবার রাতে তার মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে ইসলামিক জিহাদ এর অস্ত্রবিরতির কিছুক্ষণ পরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আলাদিন লেবাননের আইন আল হেলুওয়া ক্যাম্পে নিরাপত্তা সমন্বয়ের কাজ করতেন। লেবাননের এই শরণার্থী ক্যাম্পে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি এবং সুন্নিবিরোধী মিত্রদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।