NEWSTV24
ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ,
শুক্রবার, ১৭ জুন ২০২২ ১৬:১৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার। বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলবে সাড়ে 11 টা পর্যন্ত।এই ইউনিটে এ বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৩৫৬ জন। প্রতি আসনে লড়বেন ৫৬ জন পরীক্ষার্থী। গত বছরের মতো এবারও দেশের আট বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের, ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ও ৪ জুন কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনসংখ্যা ৬ হাজার ৩৫। অর্থাৎ প্রতি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।