NEWSTV24
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ১৫:২০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সার্বিক দিক বিবেচনায় বলা যায়, কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। এ সিটিতে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। খুব বিরূপ মন্তব্যও আমরা পাইনি। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে করা প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।ইভিএমে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্লো ছিল না। যারা বয়স্ক ভোটার, তাদের একটু সমস্যা হয়েছে। ফলে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল। ষয়ে কোনো মন্তব্য করতে চাই না।কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহারউদ্দীন বাহারের করা মন্তব্যের বিষয়ে জানতে চাইলে কাজী হাবিবুল আওয়াল বলেন, এমপি বাহাউদ্দীন বাহারের বিষয়টি পাস্ট অ্যান্ড ক্লোজড।  বুধবার সকাল ৮টায় শুরু হয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, এবার এ সিটি নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে।