NEWSTV24
৭ মাসে রফতানি বেড়েছে ৩০ শতাংশের বেশি
বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারী ২০২২ ০৪:০৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে পণ্য রফতানি বাণিজ্যে। সমাপ্ত জানুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের গেল সাত মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য রফতানি হয়েছে ৩০ শতাংশেরও বেশি। সার্বিক রফতানি হিসাব অনুযায়ী, এত বেশি পণ্য ইতিপূর্বে রফতানি হয়নি।একক মাসের হিসাবে, গেল জানুয়ারিতে রপ্তানি হয়েছে ৪১ শতাংশেরও বেশি। অবশ্য, একক মাসের হিসাব অনুযায়ী, গত ডিসেম্বরের তুলনায় রফতানি সামান্য কম হয়েছে।রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে রফতানির এ চিত্র পাওয়া গেছে।ইপিবির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে মোট দুই হাজার ৯৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। অর্থাৎ গত অর্থবছরে একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পণ্য রপ্তানি বেশি হয়েছে ৪১১ কোটি ডলারের। টাকায় যা ৩৫ হাজার ৩৪৬ কোটি টাকা।এ সময়ের মধ্যে যে লক্ষ্যমাত্রা ছিল তা ছাড়িয়ে রফতানি হয়েছে ১৬ শতাংশের বেশি। এ সময় লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৫৪৪ কোটি ডলার।