করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশের উচ্চ আদালতের উভয় বিভাগ অর্থাৎ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ফের ভার্চুয়ালি পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার সকালে আপিল বিভাগে দৈনন্দিন বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি এ কথা বলেন। দুই-একদিনের মধ্য এ বিষয়ে সার্কুলার জারি করা হবে। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে।প্রধান বিচারপতি জানান, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। এছাড়া আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক স্টাফও। নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত। এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ আরও অনেকে করোনায় আক্রান্ত।২০২০ সালে করোনা সংক্রমণ শুরুর পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো আইন সংশোধন করে ওই বছরের ১১ মে থেকে উচ্চ আদালত ভার্চুয়ালি সীমিত পরিসরে পরিচালনা করা হয়। তবে পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারকাজ চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনার বর্তমান পরিস্থিতিতে ফের উচ্চ আদালত ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।