NEWSTV24
টিকা না নিয়ে বাইরে বের হলেই গ্রেপ্তার: দুতার্তে
শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ ১৬:১৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনার টিকা না নিয়ে কেউ জনসমক্ষে চলাফেরা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।ফিলিপাইনে বৃহস্পতিবার গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে এদিন টেলিভেশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট দুতার্তে ওই ঘোষণা দেন।দুতার্তে বলেছেন, টিকা না নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি তারা যেন ঘর থেকে বের না হতে পারে, সেটি নিশ্চিত করতেও বলা হয়েছে নেতাদের।দুতার্তে আরও বলেন, কোনো ব্যক্তি আদেশ অমান্য করে ঘরের বাইরে বের হয়ে চলাফেরা করলে তাকে নিষেধ করা হবে। কিন্তু না শুনলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রেপ্তার করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।