NEWSTV24
ঘাঁটিতেও নৌকার ভরাডুবি
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ ১৫:৪১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সারাদেশে নির্বাচনের ফল খারাপ হলেও কিছু জেলায় সব সময়ই ভালো করে এসেছে আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনেও এসব এলাকায় দলটি কখনও বিফল হয়নি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এমন জেলাগুলোতেও এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীরা বড় ব্যবধানে হেরেছেন। এমনকি নৌকা প্রতীক নিয়ে ফরিদপুরে পাঁচজন প্রার্থী জামানতই বাঁচাতে পারেননি। দিনাজপুরের ২১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে অন্তত নৌকার ছয় প্রার্থী জামানত হারিয়েছেন। শেরপুরের শ্রীবরদীতে ৯ ইউপির মধ্যে সাতটিতে এবং কিশোরগঞ্জে ২২টির মধ্যে ১৩টিতে হেরেছে নৌকা।দেশের অতীত নির্বাচনের ফল বিশ্নেষণে দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনসহ অন্য যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এসব জেলায় একচেটিয়া বিজয়ী হয়েছিলেন। কিন্তু এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে এসব জেলায় ভোটের ফল ক্ষমতাসীনদের জন্য মোটেই সুখকর নয়। তৃতীয় ধাপের মতো চতুর্থ ধাপের ভোটেও সারাদেশে নৌকা প্রার্থীরা অর্ধেকের বেশি পদে হেরে বসে আছেন।২৬ ডিসেম্বর রোববার সারাদেশের ৫৮টি জেলার ১১৮টি উপজেলার ৮৩৬টি ইউপিতে ভোট নেওয়া হয়। এই ধাপে ভোটের আগেই একক প্রার্থী হিসেবে ৪৮ ইউপির চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে জয় নিশ্চিত করেন। ফলে রোববার ৭৯০ ইউপির চেয়ারম্যান পদে ভোট হয়। ৭৯০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিন হাজার ৮১৪ জন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী।


অন্য ধাপের মতো রোববারেও ভোটের দিন ব্যাপক সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটে। যদিও ভোট শেষে ইসি সচিব হুমায়ূন কবির খোন্দকার বলেছেন, সারাদেশে আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে। ভোটার উপস্থিতি ৭০ ভাগের বেশি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে পাওয়া চতুর্থ ধাপের ৭৯৬টি ইউপির ফল বিশ্নেষণে দেখা গেছে, বিনা ভোটে বিজয়ী ৪৮ জনসহ আওয়ামী লীগ জিতেছে ৩৯৬টিতে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩৯০টিতে। রোববার যে ৭৯০টির চেয়ারম্যান পদে ভোট হয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি আসনে হেরেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি জিতেছে ছয়টিতে, চরমোনাইর পীরের অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশ জিতেছে দুটিতে, জাকের পার্টি একটিতে এবং জাতীয় পার্টি-জেপি জিতেছে একটিতে।ইসির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল গভীর রাত পর্যন্ত অনেক ইউপির ফল কমিশনে এসে পৌঁছায়নি। তাই তাদের পক্ষে ফল একীভূত করে প্রকাশ করা সম্ভব হয়নি। এখনও ৩৮টি ইউপির ফল তারা পাননি। তাই ভোটার উপস্থিতির শতকরা হারও জানাতে পারেননি।জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ৪৫ জেলার ৬২৯টি ইউপির মধ্যে ৩২২টিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে। এর মধ্যে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে বিজয়ী ৪৮ প্রার্থীও রয়েছেন। আর মাদারীপুরের ৯টি ইউপিতে আওয়ামী লীগের প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।এই ৬২৯ ইউপির মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ২৯৫টিতে। এই স্বতন্ত্রদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ১৬৫ জন, আর ৮০টি ইউপির চেয়ারম্যান পদে বিএনপির স্থানীয় নেতারা জয়ী হয়েছেন। বিএনপি এই নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়নি। ৫০টি ইউপির চেয়ারম্যান পদের বিজয়ীদের মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাপা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতসহ অন্য দলের মনোনীত ও দলীয় পরিচয়বিহীন স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।