NEWSTV24
ওমিক্রন  দক্ষিণ-পূর্ব এশিয়াও তৈরি থাকুক: হু
রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ ০২:০০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনাভাইরাসের ওমিক্রন স্ট্রেনটি ঠিক কতটা সংক্রামক? উপসর্গগুলো কেমন? আগের স্ট্রেনগুলির মতোই নাকি আলাদা? ওমিক্রন ঠেকাতে ভ্যাকিসন কি আদৌ কাজ দেবে? বিশ্ব জুড়ে এখন এগুলোই লাখ টাকার প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, বিটা বা ডেল্টা স্ট্রেনের তুলনায় ওমিক্রন অন্তত তিন-চার গুণ বেশি সংক্রামক। তাঁদের আশঙ্কা, আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপ-সহ গোটা বিশ্বে দাপট দেখাবে ওমিক্রন।

আমেরিকায় গত কাল প্রথম দক্ষিণ আফ্রিকা ফেরত এক পর্যটকের দেহে ওমিক্রনের সন্ধান মিলেছিল। আজ নিউ ইয়র্কে আরও পাঁচ জনের নমুনা পরীক্ষা করে ওমিক্রনের হদিশ মিলেছে। ফলে আমেরিকায় এখনও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। এ দিকে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতেও ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে আজ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে তৈরি থাকার বার্তা দিয়েছে হু। হু-এর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডিরেক্টর তাকেশি কাসাই আজ বলেছেন, ‘‘আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করা একমাত্র সমাধান নয়। সেটা করে আমরা হয়তো হাতে কিছুটা বাড়তি সময় পাব। কিন্তু তার মধ্যে আমাদের স্বাস্থ্য পরিষেবাকে তৈরি থাকতে হবে।’’ টিকাকরণ চালিয়ে যাওয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি কড়া ভাবে পালন করার উপরেই জোর দিয়েছেন তিনি।

আজ দক্ষিণ আফ্রিকার চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। গত কয়েক দিনে শিশুদের মধ্যে সংক্রমণের হার অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। হু জানিয়েছে, ডেল্টা ঠেকাতে যা যা পন্থা নেওয়া হয়েছিল, সেগুলো ওমিক্রন ঠেকাতেও কাজে আসবে। টিকা নেওয়া থাকলে অসুস্থতার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন চিকিৎসকেরা।