NEWSTV24
সোমবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সোমবার, ২২ নভেম্বর ২০২১ ০১:০০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনার জের ধরে সিটি করপোরেশন ও পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সোমবার থেকে সিলেট বিভাগে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এর আগে দাবি পূরণের জন্য ২১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন জানান, সিলেট নগরীর চৌহাট্টা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নগরভবনে সভা করে মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু এরপর তিনি আর কোন উদ্যোগ নেননি। মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে দাবি পূরণে ২১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কোন উদ্যোগ না নেয়ায় সোমবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।