NEWSTV24
ক্রমান্বয়ে পাঁচ দিনে কমবে তাপমাত্রা
রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১৬:০৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কাগজে কলমে শীত আসতে আরও মাস দেড়েক দেরি। তবে তার আগেই নিজেকে তৈরি করে নিচ্ছে প্রকৃতি।এরই মধ্যেই দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী পাঁচদিনে আরও কমার আভাস রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কি.মি.। সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে।