NEWSTV24
চলতি সপ্তাহ থেকেই শিক্ষার্থীদের টিকা
বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ১৩:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

এ সপ্তাহ থেকেই স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সিদ্ধান্তের বিষয়ে লিখিত কোনো নির্দেশনা পায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, বিষয়টি শুনেছি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে লিখিত কোনো কিছু এখনো আমাদের জানায়নি। আশা করছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হবে।

আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, চলতি সপ্তাহের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে। নিজ নিজ স্কুলের মাধ্যমেই শিক্ষার্থীরা এই টিকা কার্যক্রমে অংশ নিতে পারবে। স্কুল শিক্ষার্থীদের তালিকা সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান। সুরক্ষা প্ল্যাটফর্মে তাদের বিস্তারিত তথ্য দিয়ে দেবে স্বাস্থ্য অধিদপ্তর।খুরশীদ আলম আরও বলেন, সারাদেশে ২১টি জেলায় একযোগে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে। সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, চলতি সপ্তাহে আমরা টিকাদান শুরু করতে পারব।