NEWSTV24
কঠোর লকডাউনে ব্যাংক চলবে দেড়টা পর্যন্ত
শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ০৫:৩১ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত।লকডাউন চলাকালে ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।কঠোর লকডাউনে ব্যাংকিং কার্যক্রম নিয়ে গত ১৩ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত লকডাউন চলাকালে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো রোববার থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।এবারের লকডাউনে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহন ও সংক্রমণ এবং ওষুধ শিল্প সংশ্লিষ্ট কার্যক্রম খোলা থাকবে।